ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘The History and Future of Nursing in Japan and Bangladesh’ শীর্ষক ৫ম জাইকা চেয়ার লেকচার আজ ৬ মে ২০২৫ মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস-এর সাবেক সভাপতি ও জাপানের ইমেরিটাস অধ্যাপক ড. হিরোকো মিনামি (Emeritus Professor Dr. Hiroko Minami) অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, বাংলাদেশে নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদ (Ichiguchi Tomohide) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জাপান ভিজিটিং নার্সিং ফাউন্ডেশনের (Japan Visiting Nursing Foundation) সভাপতি ডা. ইয়াওই তামুরা (Dr. Yayoi Tamura) এবং মি প্রিফেকচুয়াল কলেজ অফ নার্সিং (Mie prefectural College of Nursing)-এর সভাপতি ডা. নোরিকো কাতাদা (Dr. Noriko Katada) অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। জাপানিজ স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ড. দিলরুবা শারমিন স্বাগত বক্তব্য দেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, জাপান আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। দেশের নার্সিং পেশার উন্নয়নে বাংলাদেশ এবং জাপানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন বিষয়ে জাতীয় পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এধরনের লেকচার সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও নার্সিং পেশার সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
০৬/০৫/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়