ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের বিবিএ ৩১তম ব্যাচের পরিচিতি সভা আজ ৮ জুলাই ২০২৫ মঙ্গলবার বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. হাসিনা শেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ অনুষ্ঠানে বক্তব্য দেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, কঠোর প্রতিযোগিতার মধ্য দিয়ে দেশের সবচেয়ে স্বনামধন্য বিদ্যাপীঠে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছে। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগণ দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এই বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। জুলাই অভ্যুত্থানের পর আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তা বিনির্মাণে শিক্ষার্থীদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য শিক্ষার্থীদের দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে উঠার উপর তিনি গুরুত্বারোপ করেন।
০৮/০৭/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়