ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের বিতর্ক সংগঠন রোকেয়া বিতর্ক অঙ্গন আয়োজিত ৩ দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্রী মাহিনুর আক্তার মিম চ্যাম্পিয়ন, আইন বিভাগের ছাত্রী মারজান বিনতে আমিনুল্লাহ রানার আপ এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ছাত্রী সামিয়া জামান মাহি ২য় রানার আপ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ গতকাল ১৯ জুলাই ২০২৫ শনিবার সন্ধ্যায় হল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
রোকেয়া বিতর্ক অঙ্গনের সভাপতি মায়িশা মালিহা’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম, রোকেয়া বিতর্ক অঙ্গনের মডারেটর দীপা সরকার এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাগীব আনজুম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন রোকেয়া বিতর্ক অঙ্গনের সাধারণ সম্পাদক মোসা. নাজিয়া সুলতানা মুমু।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বলেন এধরনের সহ-শিক্ষামূলক কার্যক্রমকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় উৎসাহ দেয়।
২০/০৭/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়