জুলাই যোদ্ধাদের ঋণ স্মরণে রেখে বৈষম্যহীন
ও ন্যায্যতা ভিত্তিক দেশ গঠনের অঙ্গীকার
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাসব্যাপী সেমিনার সিরিজ আয়োজনের অংশ হিসেবে আজ ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদসহ বিভিন্ন বিভাগে পৃথক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এসব সেমিনারে বক্তারা জুলাই যোদ্ধাদের ঋণ স্মরণে রেখে বৈষম্যহীন ও ন্যায্যতা ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
কলা অনুষদ
কলা অনুষদের উদ্যোগে আরসি মজুমদার আর্টস মিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪: ইতিহাসের পুনরাবৃত্তি ও নব নির্মাণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেমিনার আয়োজন সংক্রান্ত কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বক্তব্য রাখেন।
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান স্বাগত বক্তব্য দেন। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন। অনুষ্ঠানের শুরুতে গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় এবং তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়।
ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাফী মো. মোস্তফা আলোচনায় অংশ নেন। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মো. হানিফ বিশ্বাস এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী মুমতাহিনা মাহজাবীন মোহনা স্মৃতিচারণ করেন।
অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগ
অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের উদ্যোগে অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে অনুষ্ঠিত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের চেয়ারম্যান মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শরীয়ত উল্লাহ এবং সহকারী অধ্যাপক শারমীন আক্তার আলোচনায় অংশ নেন। বিভাগের শিক্ষার্থী রাশেদ খান আতিক, নাফিজা, হাসান আহমেদ রাজু, রকিব রানা মাসুদ এবং নাফিজ আল শেখ স্মৃতিচারণ করেন।
পদার্থবিজ্ঞান বিভাগ
পদার্থবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সেমিনারে অধ্যাপক ড. সাবিনা হোসেন, অধ্যাপক ড. খন্দকার সাদাত হোসেন, অধ্যাপক ড. মো. ওয়াহেদুজ্জামান এবং অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান বক্তব্য রাখেন।
রসায়ন বিভাগ
রসায়ন বিভাগে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে সেমিনার অনুষ্ঠিত হয় । ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে নির্মিত ফটোবুথ উদ্বোধন করেন।
বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে সেমিনারে অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম এবং অধ্যাপক ড. তানভীর মুসলিম বক্তব্য রাখেন।
মনোবিজ্ঞান বিভাগ
মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘হৃদয়ে জুলাই: হৃদয়ে রক্তক্ষরণ, বিজয়ের বর্ষপূর্তি উদ্যাপন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রেজাউল করিমের সভাপতিত্বে সেমিনারে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, মানুষের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত রাগ, ঘৃণা এবং ক্ষোভের বহি:প্রকাশ ঘটে এই অভ্যুত্থানে। সমাজের অন্যায়, অসংগতি, রাষ্ট্রব্যবস্থার অস্বচ্ছতা ও সুশাসনের অভাব থেকে উত্তরণের জন্য সকল স্তরের মানুষ এই গণঅভ্যুত্থানে স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করে । তরুণরা সামনের সারিতে থেকে এই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। তাদের অবদান স্মরণে রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানকে একাডেমিক চর্চার মধ্যে নিয়ে আসার একটি বড় দায়িত্ব আমাদের রয়েছে। এই দায়িত্ববোধ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী সেমিনার সিরিজ আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে আর কোন স্বৈরাচারী সরকার যাতে ফিরে না আসে, সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। দেশের শিক্ষা ও সামাজিক ব্যবস্থায় নৈতিক শিক্ষা জোরদার করার উপর তিনি গুরুত্বারোপ করেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সেদিন স্বৈরাচারী সরকারের পতন হবে কিনা, তা আমরা নিশ্চিত ছিলাম না। তবুও জীবনের ঝুঁকি নিয়ে অন্যায়ের বিরুদ্ধে আমরা আন্দোলনে গিয়েছি। দেশের মানুষ সম্মিলিতভাবে এই আন্দোলনে যোগ দেয়। জুলাই যোদ্ধাদের ঋণ স্মরণে রেখে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে আমাদের কাজ করতে হবে।
৩১/০৭/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়