ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ এবং এম.এ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আজ ২০ অক্টোবর ২০২৫ সোমবার ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দীন খান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম এবং ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ বক্তব্য রাখেন। বিভাগের সহকারী অধ্যাপক মো. দিদারুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো- ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বর্তমানে আমরা এক অস্থির সময় অতিক্রম করছি। এ অবস্থায় ধৈর্য, সহনশীলতা, পরমতসহিষ্ণুতা, পারস্পরিক সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তঃসম্পর্ক উন্নয়নের উপর তিনি গুরুত্বারোপ করেন। যেকোন বিপদে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকান্ডে অংশগ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন।
২০/১০/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকাবিশ্ববিদ্যালয়।