ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের বরণ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ১২ নভেম্বর ২০২৫ বুধবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তানভীর রহমান ও তামান্না খাতুন অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আরবী ভাষায় দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এটি জাতিসংঘের স্বীকৃত অন্যতম একটি ভাষা। বিশ্বের বৃহত্তর জনগোষ্ঠীর এই ভাষায় দক্ষতা অর্জন করলে মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ থাকবে। বিশ্ববিদ্যালয়ের স্বাধীন জীবনের অপব্যবহার না করে ভাষা ও সংস্কৃতি শিক্ষার ক্ষেত্রে এই সময়কে যথাযথভাবে কাজে লাগানোর উপর তিনি গুরুত্বারোপ করেন। অ্যালামনাই নেটওয়ার্ক জোরদারের মাধ্যমে সমাজের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ডাকসু ও হল সংসদ নির্বাচনে আরবী বিভাগ থেকে নির্বাচিত ২৩ জন ছাত্র প্রতিনিধিকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া, কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ‘এজেএম কুতুবুল ইসলাম নোমানী বৃত্তি ফান্ড’ এবং ‘খন্দকার মো. হাবিবুল্লাহ বৃত্তি ফান্ড’ থেকে বিভাগের ৩৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
3
এর আগে, উপাচার্য আরবী বিভাগের সংস্কারকৃত শামসুল উলামা আবু নসর অহীদ লেকচার হল এবং অধ্যাপক আ ন ম আব্দুল মান্নান খান সেমিনার লাইব্রেরি উদ্বোধন করেন। আরবী বিভাগের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীর আর্থিক সহায়তায় বিভাগের লেকচার হল এবং লাইব্রেরি আধুনিকায়ন ও সংস্কারের কাজ করা হয়।

১২/১১/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়