৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অবনিকা হাসান স্বর্ণপদক লাভ করেছে। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী অবনিকা হাসান প্রতিযোগিতায় ৭৮ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক লাভ করে। গত ৭ ও ৮ নভেম্বর ২০২৫ মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
_1763542735.jpeg)
প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মোট ১৪টি দল অংশ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো টিমের ১জন ছাত্র ও ২জন ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে কমিটির সভাপতি অধ্যাপক ড. উপমা কবির দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। শারীরিক শিক্ষা কেন্দ্রের উপ পরিচালক নয়না চৌধুরী দলটির প্রশিক্ষক ছিলেন।

১৯/১১/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়