ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের মাস্টার্স অব ট্যাক্স ম্যানেজমেন্ট (এমটিএম) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে কাস্টমস ও ভ্যাট বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত ২৯ নভেম্বর ২০২৫ এমবিএ ভবনের অধ্যাপক আব্দুল্লাহ ফারুক কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট পলিসি বিভাগের সদস্য মো. আজিজুর রহমান প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি এবং ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম (শহীদুল জাহীদ) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

০১/১২/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।