জুলাই বিপ্লবকে উপজীব্য করে এবং ছাত্র-জনতার এই অভ্যুত্থানকে স্মরনীয় করে রাখার লক্ষ্যে ফার্মেসী অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদ-এর যৌথ উদ্যোগে গত ২৯ জুলাই ২০২৫ তারিখ রোজ মঙ্গলবার বেলা ৩.০০ ঘটিকায় ফার্মেসী লেকচার থিয়েটার (পিএলটি)-তে ‘‘জাগরনে জুলাইঃ যেখানে সাহস জাগে, সেখানেই জুলাই বহে’’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত সেমিনারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক নিয়াজ আহমদ খান, পিএইচডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, মাননীয় ট্রেজারার অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, পিএইচডি। স্বাগত বক্তব্য রাখেন ফার্মেসী অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ড. উপমা কবির। মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ।
সেমিনারে আলোচক ছিলেন ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস-আল-মামুন, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. শায়লা কবীর এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন।
ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম হোসেন অনুষ্ঠান সঞ্চালক হিসাবে দায়িত্ব পালন করেন।