শিক্ষা ও গবেষণার উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম জোরদার, শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত সপ্তাহে নানামুখী উদ্যোগ গ্রহণ করে। সকল অংশীজনকে অবহিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। ৭টি প্রবেশদ্বারে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ বেরিয়ার এবং সিকিউরিটি এন্ড সার্ভিলেন্স বক্স স্থাপনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে ক্যাম্পাসে স্টিকার বিহীন গাড়ি, গণপরিবহন ও ভারি যানবাহন চলাচল এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে।
২। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনসমূহে কালো পতাকা উত্তোলন করা হয়। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণস্থ কবরস্থান, জগন্নাথ হল প্রাঙ্গণস্থ স্মৃতিসৌধ, বিভিন্ন আবাসিক এলাকার স্মৃতিসৌধ এবং মিরপুর ও রায়ের বাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন হলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা। এছাড়া, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হল মসজিদে শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।
৩। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে ভোরে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এ উপলক্ষ্যে সকল কর্মসূচিতে অংশ নেয়।
৪। ইংরেজি বিভাগে ‘ÔFuture of Language Education in the Global South - Challenges and Possibilities’শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এছাড়া, বিভাগে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।
৫। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০তম জন্মবার্ষিকী উদযাপন ও জয়নুল মেলা উপলক্ষ্যে চারুকলা অনুষদের অভ্যন্তরের দেয়ালে শিল্পাচার্যের চিত্রকর্মের রেপলিকা অঙ্কন এবং তাঁর বাণী লেখনী সম্পন্ন করা হয়েছে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ‘চেতনায় বাংলাদেশ’শিরোনামে দিনব্যাপী শিল্প-নির্মাণ ও পিঠা উৎসব আয়োজন এবং ‘অন্যায়ের বিরুদ্ধে আজীবন বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য’ শিরোনামে আলোচনা সভার আয়োজন করা হয়।
৬। পপুলেশন সায়েন্সেস বিভাগে দু’জন গবেষকের গবেষণা কর্মের ফলাফল উপস্থাপনের লক্ষ্যে সেমিনার আয়োজন করা হয়।
৭। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ডাস্টবিন স্থাপন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়।
৮। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় তৃতীয়বারের মতো বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬৩৪তম স্থান লাভ করেছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে শীর্ষে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় । গত ১০ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৫’ শীর্ষক এ র্যাঙ্কিং প্রকাশ করা হয়। বৈশ্বিক র্যাঙ্কিংয়ে রয়েছে ১ হাজার ৮০০টি বিশ্ববিদ্যালয়।
৯। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের রিডিং রুমে ৩০টি টেবিল, ৩০টি চেয়ার, ২টি বুক শেলফ্, টিভি রুমে একটি টেলিভিশন এবং ডাইনিং-এ একটি ফ্রিজ সরবরাহ করা হয়েছে। হলে ৫০জন ছাত্রীর জন্য সীট বরাদ্দ দেয়ার কার্যক্রম চলছে। হলে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে।
১০। ‘মার্ক ভেনচার’ শিরোনামে বিজনেস কেস কম্পিটিশন, জব ফেয়ার, সাহিত্য বিষয়ক আলোচনা সভা, স্মৃতিচারণ, পুনর্মিলনী, কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মার্কেটিং বিভাগের ৭-দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে।
১১। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালু, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইস্তাম্বুল ফাউন্ডেশন ফর সায়েন্স অ্যান্ড কালচার-এর যৌথ উদ্যোগে সম্মেলন, সিম্পোজিয়াম ও কর্মশালা আয়োজন, তুরস্কের আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্স পুনর্নির্মাণ এবং অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের রিলিজিয়াস সার্ভিসেস কোঅর্ডিনেটরের আলোচনা হয়।
১২। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাপানের বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের ইনস্টিটিউট অফ ডেভেলপিং ইকোনমিক্স (আইডিই)-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্টের আলোচনা হয়।
১৩। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়ের সম্ভাব্যতা নিয়ে উপাচার্যের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনারের বৈঠক।
১৪। সমুদ্রবিজ্ঞান বিষয়ে যৌথ গবেষণা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে চীনের কুনমিং-এ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশিয়ানোগ্রাফি (এফআইও)-এর মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং এফআইও-এর উপ-মহাপরিচালক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন। বৈঠকে ভৌত, রাসায়নিক এবং জৈবিক সমুদ্রবিদ্যা, মহাসাগর মডেলিং, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মহাসাগরের পূর্বাভাস বিষয়ে যৌথ গবেষণা কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
১৫। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে আলোর মিছিল, প্রদর্শনী বিতর্ক ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
১৬। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর মধ্যে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া, মানসিক স্বাস্থ্য বিষয়ক ৪টি কর্মশালার আয়োজন করা হয়।
১৭। সকলের জন্য সমতাভিত্তিক ও সহজ উপায়ে স্বাস্থ্যসেবা প্রাপ্তির বৈশ্বিক উদ্যোগের সঙ্গে তাল মিলিয়ে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে ইউনিভার্সাল হেলথ কভারেজ দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা এবং পলিসি জ্যাম প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া, শিক্ষাবিদ, গবেষক, স্বাস্থ্য পেশাজীবী, স্বাস্থ্য অর্থনীতিবিদ, এনজিও কর্মী ও সাংবাদিকদের অংশগ্রহণে ‘চিকিৎসা সেবা ঃ বিদেশ মুখাপেক্ষিতা থেকে উত্তরণের উপায়’ বিষয়ে একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়।
১৮। সামাজিক বিজ্ঞান অনুষদে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়। এছাড়া, অনুষদের ৭টি বিভাগ থেকে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ৭জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দি ইউকে ট্রাস্ট ফান্ড’ বৃত্তি প্রদানের জন্য মনোনীত করা হয়।
১৯। ব্যাংক সংক্রান্ত তথ্য ভুল থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত বোর্ড বৃত্তি এবং বিভিন্ন সনের অনার্স পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্ত কিছু শিক্ষার্থীর টাকা প্রেরণ করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ব্যাংকের তথ্য সংশোধন কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামী ১৭/১২/২০২৪ থেকে ২২/১২/২০২৪ তারিখের মধ্যে চেক পাতার ছবি (অবশ্যই MICR চেক) অথবা ব্যাংক স্টেটমেন্টের কপি নিয়ে রেজিস্ট্রারের অফিসের শিক্ষা-৫ শাখায় (রুম নং ২০৭-খ) এসে তথ্য সংশোধন করতে পারবেন।
২০। জাপানের সুমিতমো কর্পোরেশন এশিয়া এন্ড ওসিনিয়া প্রাইভেট লি: কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০জন নিয়মিত ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করবে। এই বৃত্তির জন্য আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষে ভর্তিকৃত নিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। ২০২১ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সদাচরণ, পড়াশোনায় সন্তোষজনক অগ্রগতি এবং নিয়মিত অধ্যয়ন সাপেক্ষে এই বৃত্তি পরবর্তী তিন বছর নবায়নযোগ্য। আগামী ০৯ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রার দফতরের শিক্ষা-৫ শাখা, ২১২ নম্বর কক্ষ থেকে আবেদন ফরম সংগ্রহ এবং যথাযথভাবে পূরণ করে জমা দেয়া যাবে।
১৯-১২-২০২৪
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়