শিক্ষা ও গবেষণার উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম জোরদার, শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত সপ্তাহে নানামুখী উদ্যোগ গ্রহণ করে। সকল অংশীজনকে অবহিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। শিক্ষার্থীদের অভ্যন্তরীণ চলাচলের সুবিধার্থে প্রথমবারের মতো ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। ৩টি নন এসি মিনিবাস সকাল ৭ টা থেকে রাত ৯টা পর্যন্ত চক্রাকারে ক্যাম্পাসের ৩টি রুটে চলাচল করবে।
২। বায়ুর গুণগতমান উন্নয়ন এবং পরিবেশ দূষণরোধ বিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস্)-এ একটি অত্যাধুনিক গ্যাস ক্রোমাটোগ্রাফি ল্যাবরেটরি উদ্বোধন। অল্টারনেট ওয়েট এন্ড ড্রাইং (এডব্লিউডি) সেচ পদ্ধতি অনুশীলনের মাধ্যমে কম পানি ব্যবহার করে ধানের উৎপাদনশীলতা বৃদ্ধি, পানি সম্পদ সংরক্ষণ, মিথেন গ্যাসের নির্গমন কমানোসহ কৃষি উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা কার্যক্রম পরিচালনায় এই ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।
৩। আরবরি কালচার সেন্টার এবং পরিবেশ সংসদের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় মল চত্বর এলাকায় ‘ক্লিন ক্যাম্পাস’ শীর্ষক দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি পালন।
৪। নবীন শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, গবেষণা কেন্দ্র, আবাসিক হল ও দফতরসমূহের পরিচিতি তুলে ধরতে এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে তাদের অবহিত করতে সকল বিভাগ ও ইনস্টিটিউটের ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ ১ম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে টিএসসিতে পরিচিতি সভার আয়োজন।
৫। শিক্ষার্থীদের শিল্পচর্চায় উৎসাহ প্রদান এবং শ্রেষ্ঠ শিল্পীদের সম্মাননা প্রদানের লক্ষ্যে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রাচ্যকলা বিভাগের সপ্তাহব্যাপী ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী’র আয়োজন। চারুকলা অনুষদে “Intellectual Property Fundamentals for Brand Designs and Co-Creation of MSMEs Brands” শীর্ষক কর্মশালার আয়োজন। অনুষদের পরিত্যক্ত প্রত্নতাত্ত্বিক দেবালয় ভবন সংস্কারের উদ্যোগ গ্রহণ। গ্রাফিক ডিজাইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “Contemporary Publication of Bangladesh” শীর্ষক ৯-দিনব্যাপী কর্মশালা আয়োজন।
৬। শিক্ষার্থীদের সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও সহশিক্ষামূলক বিভিন্ন কর্মকাণ্ডের অংশ হিসেবে ফজলুল হক মুসলিম হল ইউনিট বাঁধন-এর নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা প্রদান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৩-দিনব্যাপী ডেঙ্গু নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন, ডিইউডিএস-অ্যাকশন এইড আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ইউনিট বাঁধন-এর নবীন বরণ ও রক্তদাতা সম্মাননা প্রদান। রোকেয়া হলে শীতকালীন মৌসুমে ব্যাডমিন্টন খেলার জন্য শাপলা ভবনের সামনের মাঠে কোর্ট প্রস্তুত করা হয়েছে।
৭। নতুন নতুন উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরিতে শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট ক্লাবের ৫শ’ নতুন সদস্যকে বরণ।
৮। পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য গণিত বিভাগের ৭ জন শিক্ষার্থীকে ‘অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান ট্রাস্ট ফান্ড’ বৃত্তি এবং ইংরেজি বিভাগের ৮ জন শিক্ষার্থীকে ‘মাজেদা খাতুন মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’ বৃত্তি প্রদান।
৯। ‘৯ম আন্তঃহল (ছাত্রী) ক্রিকেট প্রতিযোগিতা’র আয়োজন।
১০। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে উপাচার্যের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) গমন। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে ৫৪৫জন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি হন। এরমধ্যে গুরুতর আহত ৮৪জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১১। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরন বিষয়ে খ্যাতিমান ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটির কার্যক্রম শুরু এবং প্রথম সভা অনুষ্ঠিত। ডাকসু নির্বাচন, আবাসিক হলে ছাত্র রাজনীতি, শিক্ষক-শিক্ষার্থী আন্তঃসম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রধান অংশীজনদের সঙ্গে আলোচনা, মতবিনিময় ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে একটি পরামর্শ বাক্স স্থাপন ও বিশেষ একটি ইমেইল খোলার সিদ্ধান্ত গৃহীত।
১২। ক্যাম্পাসে পঠন-পাঠনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন, ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, যানবাহন সংকট নিরসন, ক্যাম্পাসকে বহিরাগতমুক্তকরণ, সাত কলেজ সংক্রান্ত সমস্যার সমাধান, ক্যান্টিন-ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়ন, হলের সিট সংকট নিরসন, ছাত্র-রাজনীতির সংস্কার, ফ্যাসিবাদী শিক্ষক-কর্মকর্তা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সিন্ডিকেট বডি থেকে ফ্যাসিবাদী সদস্যদের অপসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংলাপ আয়োজন।
১৩। নাইজেরিয়ায় ডি-৮ ভুক্ত ৮টি দেশের ২৬ টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত Network of Pioneers for Research and Innovation (D-8 NPRI)-এর তৃতীয় সম্মেলনে বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর বিষয়ে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও কোষাধ্যক্ষের মতবিনিময়।
১৪। বিশ্ব এএমআর (Antimicrobial Resistance) সচেতনতা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে অণুজীব বিজ্ঞান বিভাগে সিম্পোজিয়াম আয়োজন। সাইন্স সোসাইটি (DUSS) এর উদ্যোগে 'Identification of mosquitocidal toxin encoding genes in indigenous Bacillus thuringiensis strains for biocontrol of Aedes aegypti' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
১৫। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মৎস্যবিজ্ঞান বিভাগের চারপাশে ফলজ বৃক্ষ রোপণ করা হয়।
১৬। শামসুন নাহার হলে শিক্ষার্থীদের নিয়ে ‘মানসিক রোগের পরিচিতি ও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে করণীয়’ শীর্ষক সেমিনার আয়োজন।
১৭। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১১২তম। গত বছর এই অবস্থান ছিল ১৪০তম। সে হিসাবে এবারের র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ২৮ধাপ এগিয়েছে। গত ৬ নভেম্বর এশিয়ার বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে কিউএস।
১৮। মৃৎশিল্প বিভাগের এমএফএ ক্লাসরুম (চুল্লীঘর) এর অভ্যন্তর পরিচ্ছন্ন এবং এর দেয়ালে শিক্ষার্থীদের আগ্রহে চিত্রাঙ্কণ করার উদ্যোগ গ্রহণ, বিভাগের এমএফএ ক্লাসরুম (চুল্লীঘর) অভ্যন্তর ও বাইরের পরিবেশ সুরক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ।
১৯। কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের উদ্যোগে মানসিক স্বাস্থ্য মেলা ও সেমিনার আয়োজন করা হয়।
২০। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা এবং গবেষণা কার্যক্রম আরও জোরদার এবং জ্ঞান ও অভিজ্ঞতা আদান-প্রদান ও একাডেমিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রো-উপাচার্য (শিক্ষা)-এর সঙ্গে মতবিনিময়। শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়ে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কোম্পানির সহযোগিতায় জাপানিজ স্টাডিজ বিভাগে সেমিনার আয়োজন।
২৮/১১/২০২৪
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়