গত ২২ মার্চ ২০২৩, ভাস্কর্য বিভাগের ২০২০-২১ শেসনের বিএফএ ৩য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা কাস্টিং কোর্সের অংশ হিসেবে পুরাতন ঢাকার ধোলাইখালের স্যান্ড কাস্টিং কারখানাসমূহ পরিদর্শন করে। এই ফিল্ড স্টাডির মাধ্যমে তারা স্যান্ড কাস্টিং পদ্ধতিতে ধাতব ঢালাই ভাস্কর্য নির্মাণের প্রযুক্তি ও কৌশল সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করে। শিক্ষার্থীরা নিজ নিজ নির্মিত কাজের ঢালাই সম্পন্ন করতে কারখানা কর্মীদের সাথে সরাসরি কাজে অংশ নেয়। এই ফিল্ড স্টাডিতে মোট ১৫ জন শিক্ষার্থী বিভাগের সহযোগী অধ্যাপক মুকুল কুমার বাড়ৈ ও সহকারী অধ্যাপক নাসিমুল খবিরের তত্ত্বাবধানে অংশ নেয়।