২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে ভাস্কর্য বিভাগের পিএইচডি গবেষক নাসিমুল খবিরের গবেষণা-প্রস্তাবনা ভিত্তিক প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ‘বাংলার ভাস্কর্য চর্চায় বিউপনিবেশায়ন প্রক্রিয়া’ শীর্ষক প্রবন্ধটি পঠিত হয়। নাসিমুল খবিরের পিএইচডি গবেষণার শিরোনাম: রামকিঙ্কর বেইজ ও নভেরা আহমেদের ভাস্কর্য চর্চায় বিউপনিবেশায়ন প্রক্রিয়া। গবেষণা-প্রস্তাবনা ভিত্তিক এই সেমিনারে লিখিত প্রবন্ধ ও সচিত্র উপস্থাপনার মাধ্যমে গবেষক তার গবেষণারে উদ্দেশ্য, যৌক্তিকতা, গবেষণা পদ্ধতি, তাত্ত্বিক কাঠামো ও সাহিত্য সমীক্ষার উপর আলোকপাত করেন। সেমিনারের শুরুতে তত্ত্বাবধায়ক অধ্যাপক লালা রুখ সেলিম গবেষকের গবেষণার বিষয় ও অগ্রগতি প্রসঙ্গে ভূমিকা প্রদান করেন। নির্ধারিত আলোচক হিসেবে আলোচনা করেন অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের খণ্ডকালীন শিক্ষক ড. সৈয়দ রেজাউল করিম সুমন। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ঢালী আল মামুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রশীদ আমিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ধীমান সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ড. সুশান্ত কুমার অধিকারী ও ভাস্কর্য বিভাগের সহযোগী অধ্যাপক মুকুল কুমার বাড়ৈ। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, পিএইচডি ও এমফিল গবেষকবৃন্দ অংশ নেন। সেমিনারটির সভা প্রধানের দায়িত্ব পালন করেন ভাস্কর্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাসিমা হক মিতু।