গত ১০ জুলাই ২০২৫ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এম. আমিনুল ইসলাম রিসোর্স রুমে একটি পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়। বিভাগের পিএইচডি গবেষক জনাব সি. এম. শামসুর রহমান ফারুক তাঁর পিএইচডি গবেষণার প্রথম সেমিনার উপস্থাপন করেন।
তার গবেষণার শিরোনাম ছিলঃ Morphological Changes in Cox's Bazar Beach Due to Natural Processes and Human Interventions। কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের অন্যতম বিখ্যাত সমুদ্র সৈকত যেটি প্রাকৃতিক প্রক্রিয়া এবং মানুষের কার্যকলাপের জটিল মিথস্ক্রিয়া কারণে সময়ের সাথ সাথে পরিবর্তিত হচ্ছে। জনাব ফারুক এই বিষয়ের উপর গবেষণা পরিচালনা করছেন এবং তিনি বৈজ্ঞানিক প্রক্রিয়ায় এই পরিবর্তন ও মিথস্ক্রিয়া সুন্দরভাবে উদঘাটন করতে চাচ্ছেন। আশা করা যায় তার এই গবেষণার ফলাফল জাতীয় প্ল্যান ও পলিসির জন্য জ্ঞান ও দিকনির্দেশক হিসেবে অবদান রাখতে পারবে।
সেমিনারটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. এম. শহিদুল ইসলামের সভাপতিত্বে পরিচালিত হয় যিনি জনাব ফারুকের গবেষণা তত্ত্বাবধায়ন করছেন।
সেমিনারটিতে বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের উপস্থিতি ছিল। জনাব ফারুকের চলমান গবেষণা কক্সবাজার সৈকতের ভবিষ্যত বোঝা এবং ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।