ঢাকা, ১৪ জুলাই ২০২৫: ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ গবেষণা প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা কেন্দ্র (DRTMC) এবং ভূগোল ও পরিবেশ বিভাগ যৌথভাবে দুর্যোগ ব্যবস্থাপনায় GIS (Geographic Information Systems) ও Remote Sensing (RS) প্রযুক্তির প্রয়োগ বিষয়ক ২ দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে। গত ১৩ জুলাই থেকে ১৪ জুলাই ২০২৫ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালাটির মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের দুর্যোগের সামগ্রিক ব্যবস্থাপনায় GIS ও রিমোট সেন্সিংয়ের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে একটি বিস্তর ধারণা দেওয়া এবং তাদের দক্ষ করে তোলা।
কর্মশালার এই ২ দিনব্যাপী আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনায় GIS ও RS প্রযুক্তির একটি বিস্তারিত পরিচিতি তুলে ধরা হয়েছে। এতে তাত্ত্বিক আলোচনা, ব্যবহারিক প্রদর্শন এবং হ্যান্ডস-অন প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের এই প্রযুক্তিগুলো কার্যকরভাবে ব্যবহার করার দক্ষতা অর্জনে সহায়তা করা হয়। কর্মশালাটিতে মোট ৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। ইন্সট্রাক্টর হিসেবে এটি পরিচালনা করেন ভুগোল ও পরিবেশ বিভাগের সম্মানিত শিক্ষক অধ্যাপক মোহাম্মদ সফি উল্ল্যাহ।
১৪ তারিখ বিকেল ৪ টায় সনদ বিতরণ ও সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালাটি সফলভাবে সমাপ্ত হয়। সমাপনি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন. অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ।