ঢাকা, ৩ আগস্ট, ২০২৩
জুলাই বিপ্লব উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ০৩ অগাস্ট ২০২৫ তারিখ রোজ বরিবার বেলা ১১ টায় বিভাগীয় আর. আই. খান অডিটরিয়ামে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যহীন ও পরিবেশ বান্ধব টেকসই উন্নয়নে ভূগোল ও পরিবেশ বিভাগের দৃষ্টিভঙ্গি শীর্ষক এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ডঃ কাজী মতিন উদ্দিন আহমেদ। সভায় সভাপতিত্ব করেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ মোঃ শাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মোঃ সফিউল্লাহ। এছাড়া, অধ্যাপক ডঃ মোঃ হুমায়ুন কবির এবং অধ্যাপক ডঃ নাহিদ রেজওয়ানা তাঁদের বক্তব্য তুলে ধরেন। সেমিনারে বিভাগের শিক্ষার্থী সাদমান আবদুল্লাহ, কুররাতুল আইন কানিজ ও ইমানুল হাসানও বক্তব্য প্রদান করেন।
বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সভাটি সমাপ্ত হয়।