ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)- এর আয়োজনে ‘অ্যাডভান্সড কোর্স অন রিসার্চ মেথডোলজি (এসিআরএম)’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের ২৭তম ব্যাচের সনদপত্র প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় আইইআরের শহীদ ড. সাদাত আলী কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাজেট সীমিত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টি ও বিতরণে অগ্রণী ভূমিকা পালন করছে। এআইয়ের যুগে টিকে থাকতে হলে গবেষণায় গুরুত্ব দিতে হবে এবং গবেষণার জন্য বাজেট বরাদ্দ আরও বাড়াতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মনিনুর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হলো জ্ঞান সৃষ্টি ও বিতরণ। গবেষণার মাধ্যমেই তা সম্ভব। এ ক্ষেত্রে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অধ্যাপক ড. তামান্না সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আইইআরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম, গেস্ট অব অনার ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং সহযোগী অধ্যাপক সায়রা হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স সমন্বয়কারী অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ।