ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ, গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র এবং নৈতিক উন্নয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে আজ ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব দর্শন দিবস ২০২৫ উদ্যাপিত হয়। এ উপলক্ষ্যে সকাল ০৯:৩০মিনিটে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, সরকারি সাত কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ দর্শনানুরাগীদের অংশগ্রহণে এক র্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করার পর টিএসসিতে গিয়ে তা শেষ হয়। সেখানে বিশ্ব দর্শন দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে “টেকসই ব্যবসায়ের নৈতিক ও যৌক্তিক ভিত্তি” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন। প্রবন্ধকার তাঁর প্রবন্ধে ব্যবসায় প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নের নৈতিক ও যৌক্তিক ভিত্তি হিসেবে প্রতিষ্ঠান ও বিদ্যমান সমাজের সাথে সংশ্লিষ্ট অংশীজনদের আকাক্সক্ষা অনুযায়ী কৌশল ও কার্যক্রম গ্রহণ করে তাদের চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজনীয় মানবসম্পদ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার গুরুত্বের দিকটি তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি তাঁর বক্তব্যে টেকসই ভবিষ্যৎ বির্নিমাণে দর্শনের প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতার কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামান।
প্রবন্ধ উপস্থাপন ও আলোচনার পর দর্শন বিভাগের বিতর্ক সংগঠন ‘দর্শন বিতর্কধারার’, বিতার্কিকদের অংশগ্রহণে মনোমুগ্ধকর প্রীতি বিতর্কের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।