গত ১৯ মে ২০২৩ রাজশাহী জেলা বিএনপি’র সমাবেশ থেকে প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আজ ২২ মে ২০২৩ সোমবার অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা উপস্থিত ছিলেন। (ছবি : ঢাবি জনসংযোগ)
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়