সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে উদ্ভুত বিভিন্ন পরিস্থিতি মোকাবেলার মাধ্যমে স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গড়ে তোলার লক্ষ্যে গত ৮ জুন ২০২৩, শনিবার বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজে "Seminar On Contemporary Policing" শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়। পুলিশ স্টাফ কলেজের মেম্বার ডাইরেক্টিং স্টাফ (শিক্ষা) মো: গোলাম রাসুলের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ স্টাফ কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ (শিক্ষা ও গবেষণা) এস এম আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগের শ্রদ্ধেয় চেয়ারপার্সন, সহযোগী অধ্যাপক জনাব শাহারিয়া আফরিনকে। এছাড়াও সভায় ক্রিমিনোলজি বিভাগের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, পুলিশ স্টাফ কলেজের কর্মকর্তাবৃন্দ এবং ক্রিমিনোলজি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় দু'টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। "কিশোর গ্যাং' এর উপর একটি গবেষণাপত্র যৌথভাবে উপস্থাপন করেন ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব এ বি এম নাজমুস সাকিব এবং প্রভাষক জনাব ফাবিহা মাহবুব। এবং 'কমিউনিটি পুলিশিং' এর উপর আরেকটি গবেষণাপত্র এককভাবে উপস্থাপন করেন প্রভাষক জনাব রেজাউল করিম সোহাগ। গবেষণাপত্র দু'টিতে বর্তমান পুলিশিং মডেল এবং ধারণা, সেইসাথে বিভিন্ন বিতর্কিত বিষয় এবং সমস্যাগুলির উপর আলোকপাত করা হয়। উপস্থাপন শেষে প্রশ্নোত্তর পর্বে গবেষকদ্বয় আগত অতিথি ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে এমন বিস্তৃত আলোচনা যথেষ্ট কার্যকর ভূমিকা পালন করবে বলে সভায় আগত অতিথিবৃন্দ মত ব্যক্ত করেন।