ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান কারখানার উদ্যোগে কারখানার প্রকৌশলী, টেকনিশিয়ান ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা গত ৮ জানুয়ারি ২০২৫ বুধবার বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন।
বিজ্ঞান কারখানার ইনচার্জ অধ্যাপক ড. জুলফিকার হাসান খানের সভাপতিত্বে কর্মশালায় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রশিক্ষণ প্রদান করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন। সঞ্চালন করেন বিজ্ঞান কারখানার প্রিন্সিপ্যাল মেকানিক্যাল ফোরম্যান কাজী সাঈদুল ইসলাম।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, প্রযুক্তির এই যুগে দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
উল্লেখ্য, কর্মশালায় প্রায় ৩০ জন প্রকৌশলী, টেকনিশিয়ান ও কর্মচারী অংশগ্রহণ করেন। কর্মশালায় বিজ্ঞান কারখানার কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত একটি ভিডিও প্রদর্শন করা হয়।
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়