প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গভীর শোক প্রকাশ করেছেন।
আজ ২১ জুলাই ২০২৫ সোমবার এক শোক বাণীতে উপাচার্য বলেন, এই দুর্ঘটনায় অনেক কোমলমতি শিক্ষার্থী নিহত হয়েছে। অনেকে আহত হয়েছে। এধরনের দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত দুঃখের ও বেদনার। তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উপাচার্য আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ঢাবি প্রশাসনের কর্মসূচিঃ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষ্যে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং উপাচার্য ভবনসহ সকল হল ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আগামীকাল মঙ্গলবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ-সহ সকল হল ও হোস্টেলের মসজিদ এবং আবাসিক এলাকার মসজিদে বিশেষ দোয়া করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে।
২১/০৭/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়