ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম শমসের আলী আজ ৩ আগস্ট ২০২৫ রবিবার ভোর ৩:০০টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
অধ্যাপক ড. এম শমসের আলীর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোক বাণীতে উপাচার্য বলেন, মরহুম অধ্যাপক ড. এম শমসের আলী বিশ্ববিদ্যালয়ের একজন গুণী শিক্ষক ও গবেষক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ছিলেন। দেশের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। এ অনন্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
উপাচার্য মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ যোহর ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে (সড়ক-৭, লেক পাড়) অনুষ্ঠিত হবে।
০৩/০৮/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়