যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত যৌথ সহযোগিতামূলক আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের গবেষণা প্রতিবেদন সম্প্রতি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) বাস্তবায়ন ও তার হিসাবায়ন বিষয়ে এই আন্তর্জাতিক গবেষণা পরিচালিত হয়। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আতাউর বেলাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল আলম ও সহযোগী অধ্যাপক ড. মো. জামিল শরীফ যৌথভাবে এ গবেষণা প্রকল্প পরিচালনা করেন।
প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের প্রাইভেট সেক্টরে SDGs বাস্তবায়নের ক্ষেত্রে কোন সুসংগঠিত বা প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রমাণ পাওয়া যায়নি। ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মাত্র ১৭% কর্পোরেট রিপোর্টে SDGs-এর বিষয় উল্লেখ রয়েছে। জাতীয় পর্যায়ের SDGs বাস্তবায়ন এবং প্রাইভেট সেক্টর পর্যায়ের SDGs বাস্তবায়ন ও হিসাবায়নের মধ্যে কোন কার্যকর সংযোগ নেই। এগুলোর বেশিরভাগই আন্তর্জাতিক উৎস থেকে প্রভাবিত। প্রতিবেদনে SDGs বাস্তবায়ন ও হিসাবায়নে হিসাব এবং হিসাব পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছে।
সম্পূর্ণ গবেষণা প্রতিবেদনটি পাওয়া যাবে এখানে:
https://icmab.gov.bd/sdg-implementation-and-accounting-at-the-corporate-level-evidence-from-bangladesh/
০২/০৯/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়