ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩ ও ২০২৪ সেশনের ৬জন শিক্ষার্থীকে অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদার স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে। গত ১৯ অক্টোবর ২০২৫ রবিবার আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন বারো হাজার টাকা করে প্রদান করা হয়। পরে ‘অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদারের জীবন ও কর্ম’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদারের জীবন ও কর্মের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। উর্দু বিভাগের চেয়ারম্যান মো. গোলাম মাওলা, অধ্যাপক ড. জাফর আহমদ ভূঁইয়া এবং প্রয়াত অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদারের জ্যেষ্ঠ কন্যা মিসেস ফারহানা আঞ্জুম আলোচনায় অংশ নেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রয়াত অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, দেশে ফারসি ভাষা শিক্ষা ও গবেষণায় তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে মানবতার কল্যাণে কাজ করার জন্য কোষাধ্যক্ষ সকলের প্রতি আহ্বান জানান।
২১/১০/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকাবিশ্ববিদ্যালয়।