ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় পে প্রপোজাল কমিটি’র (Pay Proposal Committee) আহ্বায়ক অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা বিষয়ক বিভিন্ন প্রস্তাবনা আজ ২৭ অক্টোবর ২০২৫ সোমবার জাতীয় বেতন কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের কাছে হস্তান্তর করেছেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় পে প্রপোজাল কমিটি’র সদস্য উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল করিম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাফী মো. মোস্তফা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৭-সদস্য বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় পে প্রপোজাল কমিটি’র অন্য ৩ জন সদস্য হলেন ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম (শহীদুল জাহীদ), অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. অতনু রব্বানী এবং হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

২৭/১০/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়