ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে ডাকসু ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণে প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর ২০২৫ বুধবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ডাকসুর পক্ষ থেকে বিগত দুই মাসে সম্পন্ন হওয়া বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত উপস্থাপন করেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে অর্জন, কার্যক্রম এবং চলমান নানা উদ্যোগ তুলে ধরা হয়। প্রতিনিধিরা বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন এবং সেগুলোর সমাধানের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সম্মেলনের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের পর ভাষা আন্দোলন থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত সকল শহীদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সঞ্চালনায় ছিলেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাকসুর কোষাধ্যক্ষ ও ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম মোশারফ হুসেন এবং ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাঁর বক্তব্যে বলেন, ডাকসুর প্রতি সারা বাংলাদেশের গভীর আগ্রহ রয়েছে। আজকের সিনেট ভবনের পরিবেশ যেন এক প্রকার পার্লামেন্টের রূপ নিয়েছে। এই আয়োজন সফল করার কৃতিত্ব নির্বাচন কমিশন, গণমাধ্যম এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের।
তিনি আরও বলেন, আমাদের সীমাবদ্ধতা আছে, তবে চেষ্টা করলে অনেক কিছুই করা সম্ভব। গত দুই মাসে যে কার্যক্রমগুলো সম্পন্ন হয়েছে তা তোমরাই করে দেখিয়েছো-এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
সম্মেলনে প্রতিনিধিরা ডাকসু ও হল সংসদের কার্যক্রম শক্তিশালী করার জন্য বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন।
২০/১১/২০২৫
ফররুখ মাহমুদ
উপ পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।