জাতীয় ঐক্যের প্রতীক ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
আজ ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার এক শোকবাণীতে কোষাধ্যক্ষ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি স্বাধীনতা উত্তর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে, বিশেষ করে নারী শিক্ষায়, তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশ একজন দূরদর্শী রাজনৈতিক নেত্রীকে হারাল, যা জাতীয় জীবনে এক অপূরণীয় ক্ষতি।
শোকবাণীতে তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর ৬টা ০০ মিনিটে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

৩০/১২/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়