জাতীয় ঐক্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও তৎসংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল সকাল ১১:০০টায় শিক্ষার্থীদের জন্য ২টি বাস টিএসসি’তে, ৩টি বাস কার্জন হলে এবং ৫টি বাস ভিসি চত্বরে অবস্থান করবে। একই সময় শিক্ষকদের জন্য ২টি এসি মিনিবাস কলা ভবনের বাইরের গেইটে অবস্থান করবে। প্রক্টর ও সহকারী প্রক্টরদের জন্য ১টি এসি মিনিবাস প্রক্টর অফিসের সামনে অবস্থান করবে। কর্মকর্তাদের জন্য ১টি মিনিবাস এবং কর্মচারীদের জন্য ১টি বাস প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করবে। এসব বাস সকাল ১১:৩০টায় সংসদ ভবনের উদ্দেশে ছেড়ে যাবে। পরিবহন ব্যবস্থাপনার বিষয়টি সমন্বয় ও তত্ত্বাবধান করবে ডাকসু।
৩০/১২/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।