গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ডিনস কমিটির সভার সুপারিশ অনুযায়ী বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষার উত্তরপত্র আলাদা প্যাকেটে রেখে হাতে হাতে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে প্রেরণের নির্দেশনা দেয়া হয়েছে। উত্তরপত্রের প্যাকেটের উপরে ‘‘বিশেষ চাহিদাসম্পন্ন” লেখার জন্য বলা হয়েছে। উল্লেখ্য, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে সার্বিক সুবিধা প্রদানের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদা আন্তরিক রয়েছে।
প্রসঙ্গত, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষা গ্রহণের সময়সীমা প্রতি ঘন্টায় ১০ মিনিট বৃদ্ধি করার সিদ্ধান্ত ডিনস কমিটি ও একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ২০২২ সালে এক সিন্ডিকেট সভায় অনুমোদিত রয়েছে।

০৭/০১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।