ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের উদ্যোগে আজ ৭ জানুয়ারি ২০২৬ বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ Constitutional Law and Democratic Backsliding’ শীর্ষক একটি বিশেষ আইন বক্তৃতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগো-এর ল’ স্কুলের খ্যাতনামা সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক টম গিন্সবার্গ (Tom Ginsburg)। অনুষ্ঠানটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম। এসময় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, এই আয়োজনটি মূলত জ্ঞানচর্চার এক মহৎ উদযাপন। সংবিধান ও সাংবিধানিক আইনের ক্ষেত্রে বিশ্ববরেণ্য পণ্ডিত অধ্যাপক টম গিন্সবার্গকে কেন্দ্র করে আজকের এই জনবক্তৃতা বিশেষ তাৎপর্য বহন করে। তিনি এমন একজন একাডেমিক যিনি তত্ত্ব ও প্রয়োগ-এই দুইয়ের মধ্যে সফলভাবে সেতুবন্ধন গড়ে তুলেছেন। সংবিধান শুধু ধারণাগত আলোচনার বিষয় নয়, বাস্তব জীবনে এর প্রয়োগ ও কার্যকারিতাই অধ্যাপক গিন্সবার্গের গবেষণার মূল বিষয়।
উপাচার্য বলেন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। জুলাই অভ্যুত্থানের পর সংবিধান ও সংশ্লিষ্ট ক্ষেত্রে যে সংস্কার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তা ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন ও প্রস্তাবিত গণভোট এই সংস্কার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এই প্রেক্ষাপটে অধ্যাপক গিন্সবার্গের আজকের বক্তৃতা আমাদের জন্য মূল্যবান দিকনির্দেশনা প্রদান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপাচার্য আরও বলেন, আইন শিক্ষা ও আইনচর্চা বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। আইন তার ঐতিহ্যগত মর্যাদা ও গাম্ভীর্য বজায় রেখেই সমাজের প্রাত্যহিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কারণেই আইন শিক্ষার সামাজিক দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বিশেষভাবে সন্তোষ প্রকাশ করে বলেন, দেশের প্রায় ৩০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ও বিভাগকে একত্রিত করে এই আয়োজন করা হয়েছে, যা একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরির অনন্য দৃষ্টান্ত। বিশ্ববিদ্যালয়কে সমাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে-এই সহজ অথচ গুরুত্বপূর্ণ সত্য বাস্তবায়নে এমন আয়োজন কার্যকর ভূমিকা রাখে।
উপাচার্য আশা প্রকাশ করেন, অধ্যাপক গিন্সবার্গের সঙ্গে এই সম্পর্ক ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সহযোগিতায় রূপ নেবে এবং আজকের এই আয়োজনের বার্তা দেশের গণ্ডি পেরিয়ে আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়বে।
০৭-০১-২৫
ফররুখ মাহমুদ
উপ পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।