বিশ্ববিখ্যাত মুসলিম পন্ডিত আল-বিরুনির প্রয়াণের সহস্রাব্দ স্মরণ উপলক্ষ্যে আজ ২১ জানুয়ারি ২০২৬ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আবু রাইহান বিরুনি ফাউন্ডেশন এই সম্মেলনের আয়োজন করে।
আবু রাইহান বিরুনি ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু মুসা মোহাম্মদ আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে সম্মেলনে আধুনিক ভাষা ইনস্টিটিউটের সুপারনিউমারারি অধ্যাপক ড. এ. কে. এম. ওয়ালিউল ইসলাম এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক শেখ শাহ মুহাম্মদ শামসুদ্দিন গাজী বক্তব্য রাখেন। আবু মুসা মোহাম্মদ আরিফ বিল্লাহ স্মারক বক্তৃতা প্রদান করেন।
অনুষ্ঠানে 'Al-Biruni Millennium Demise Anniversary Commemoration World Congress Memorial-Book Volume 2' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিখ্যাত মুসলিম পন্ডিত আল-বিরুনির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি গণিত, জ্যোতির্বিদ্যা, ভূগোল, রসায়ন, ইতিহাস, ভাষাতত্ত্ব ও ধর্মতত্ত্বে বিশেষ পারদর্শী ছিলেন। তাঁর প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে এধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য উপাচার্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। আল-বিরুনির জীবন, কর্ম ও শিক্ষা-দর্শন সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমরা চাই শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, এনজিও, জাতীয় ও আঞ্চলিক প্রতিষ্ঠানসহ সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুক। যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণ এবং অংশীদারিত্ব ও নেটওয়ার্কিং জোরদারের মাধ্যমে সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

২১/০১/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়