ক্লিন এয়ার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ফর বাংলাদেশ
তারিখঃ ১৪-১৫ নভেম্বর ২০২২ ইং
ভেন্যুঃ শক্তি ইনস্টিটিউট অডিটোরিয়াম রুম
সারাদেশের তরুণদের অংশগ্রহণে সম্পন্ন হতে যাচ্ছে ক্লিন এয়ার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ফর বাংলাদেশ বিষয়ক কর্মশালা
শুক্রবার ও শনিবার (১৪-১৫ অক্টোবর ২০২২ইং) তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এনার্জিতে অনুষ্ঠিত কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
ন্যাশনাল প্লাটফর্ম 'ইয়ুথ ফর কেয়ার' এই উদ্যোগে পার্টনার হিসেবে আছেন- ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, বাংলাদেশ ডিবেট ফেডারেশন, উই ক্যান কক্সবাজার, ইয়ুথনেট ও গ্রীন সেভারস।
এই প্লাটফর্মের মূল উদ্দেশ্য- বিভিন্ন যুব সংগঠনকে একত্রিত করে অনুপ্রাণিত ও উৎসাহিত করা। এতে করে বাংলাদেশ সরকারকে 'ক্লিন এয়ার অ্যাক্ট' এর প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝানোর জন্য একটি প্রচারণা এবং অ্যাডভোকেসি কার্যক্রমও হাতে নিয়েছে প্লাটফর্মটি। মূলত নীতিনির্ধারকদের যথাযথ পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করার জন্য সর্বপ্রথম জনসাধারনের মাঝে সচেতনতা এবং জনমত তৈরি করা প্রয়োজন। বায়ু দূষণ, নবায়নযোগ্য শক্তি, প্রচারাভিযান ও অ্যাডভোকেসি সম্পর্কে যুব গোষ্ঠীর বোঝাপড়া, জ্ঞান এবং দক্ষতা উন্নত করার জন্যই জাতীয় যুব প্ল্যাটফর্ম 'ইয়ুথ ফর কেয়ার'। বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা, একাডেমিক ইনস্টিটিউট এবং গবেষণা সংস্থাগুলির সাথে কাজ করবে এই প্লাটফর্ম৷
ক্লিন এয়ার এবং নবায়নযোগ্য শক্তির উপর দুই ধাপে প্রশিক্ষণ কর্মশালায় ১০০ যুব প্রশিক্ষণার্থী দুইদিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। ইতোমধ্যে প্রথম ধাপের কর্মশালায় ৫০ জন যুব প্রশিক্ষাণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
প্রশিক্ষণ কর্মশালাটি ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এনার্জি, দ্য আর্থ সোসাইটি এবং বাংলাদেশ সোলার এনার্জি সোসাইটি যৌথভাবে আয়োজন করে।
দুইদনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জির সহযোগী অধ্যাপক ও প্রশিক্ষণের প্রধান সমন্বয়কারী ড. এস.এম. নাসিফ শামস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহ্বায়ক ও সংসদ সদস্য জনাব নাহিম রাজ্জাক এমপি, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের সদস্য ও সংসদ সদস্য জনাব মীর মোস্তাক আহমেদ রবি এমপি, এবং মহাপরিচালক, পাওয়ার সেল জনাব প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।
প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করবেন সহযোগী সমন্বয়কারী মোঃ মোসলেহ উদ্দিন সুচক।
প্রশিক্ষণের প্রথম দিনে “ক্লিন এনার্জি ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ” সেশন পরিচালনা করবেন পাওয়ার সেলের মহাপরিচালক, জনাব প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। “ক্লিন এয়ার এন্ড রিনিউয়েবল এনার্জি এক্টিভিটিস বাই ইউএসআইডি” শীর্ষক সেশন পরিচালনা করবেন ইউএস-এইডের সিনিয়র এনার্জি এডভাইজর সায়ান শাফি । “রিনিউয়েবল এনার্জি বিজনেস অপারচুনিটি” সেশন পরিচালনা করবেন এনার্জি এন্ড পাওয়ার এর এডিটর মোল্লাহ মো. আমজাদ হোসাইন। 'রিনোউয়েবল এনার্জি টেকনোলজি' বিষয়ক সেশন পরিচালনা করবেন ইনস্টিটিউট অব এনার্জির সহযোগী অধ্যাপক ড. এস.এম. নাসিফ শামস।' এয়ার কোয়ালিটি মেজারমেন্ট ইনস্টিটিউট অ্যান্ড মনিটরিং’ বিষয়ক সেশন পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম। 'পরিবেশ ও পরিবেশ আইন: পর্ব-১' বিষয়ে সেশন পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জির প্রভাষক ড. গালিব হাশমী।
দ্বিতীয় দিনের অনুষ্ঠান
প্রশিক্ষণের দ্বিতীয় দিনের সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জির সহযোগী অধ্যাপক ও প্রশিক্ষণের প্রধান সমন্বয়কারী ড. এস.এম. নাসিফ শামস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের চেয়ারপারসন ও সংসদ সদস্য তানভীর শাকিল জয় এমপি, মাননিয় সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান, জনাব মোরশেদ আলম এমপি, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের সদস্য ও মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি এবং ইউরোপিয়ান ক্লাইমেট ফাউন্ডেশনের কান্ট্রি লিড মনোয়ার মোস্তফা
প্রশিক্ষণের দ্বিতীয় দিনে 'পরিবেশ ও পরিবেশ আইন: পর্ব-২' বিষয়ে সেশন পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জির প্রভাষক ড. গালিব হাশমী। 'আর্ট অব এডভোকেসি অ্যান্ড ক্যাম্পেইন' সেশন পরিচালনা করবেন কোস্টাল লাইভলিহোড অ্যান্ড এনভায়রনমেন্ট এ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) এর প্রধান নির্বাহী হাসান মেহেদী। বায়োচারঃ এ রিনিউয়েবল এনার্জি সোর্স অফ সিএস এ বিষয়ক সেশন পরিচালনা করবেন জনাব ড. এম এম মাসুদ, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএআরআই । “ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন এফোর্টস ইন বাংলাদেশ” বিষয়ক সেশন পরিচালনা করবেন ড.. মোঃ. খালেকুজ্জামান - প্রোগ্রাম ম্যানেজার, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু)। “এনার্জি সেক্টর অফ বাংলাদেশ: প্রেসেন্ট সেনারিও” বিষয়ক সেশন পরিচালনা করবেন মুজাহেরুল হক রুমেন, সিনিয়র রিপোর্টার, একাত্তর টিভি। 'বাংলাদেশে নবায়নযোগ্য শক্তির পলিসি ল্যান্ডস্কেপ' শীর্ষক সেশন পরিচালনা করবেন স্রেডা'র সাবেক চেয়ারম্যান (গ্রেড-১) মোহাম্মদ আলাউদ্দিন।
দুইদিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষার্ণীরা তাদের পরিকল্পনা জমা দিবে। আগামীতেও এই উদ্যোগ গুলো নিয়ে কাজ করবে ন্যানশাল প্লাটফর্ম 'ইয়ুথ ফর কেয়ার।
এই কর্মশালার মাধ্যমে যুবরা বায়ু দূষণের কারণ, প্রভাব এবং বায়ু দূষণ কমানোর সম্ভাব্য উপায়, নবায়নযোগ্য শক্তি এবং ইয়ুথ এডভোকেসি সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করবে। পাশাপাশি যুবরা যেন বায়ু দূষণের কারণ, প্রভাব ও বায়ু দূষণ কমানোর সম্ভাব্য উপায় এবং নবায়নযোগ্য শক্তি সম্পর্কে প্রচারণা চালানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা বিকাশ করতে পারে সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। সর্বোপুরি সমস্যার সমাধানমুখী নীতিগুলির পক্ষে সমর্থন আদায় করতে পারে যুবরা ৷ জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করে বায়ু দূষণ সীমিত করার জন্য জাতীয় নীতি-নির্ধারকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করার জন্য তরুণদের কণ্ঠস্বর জোরদার করতে এই পরিস্থিতিতে পদক্ষেপ হাতে নিয়েছে দ্য আর্থ সোসাইটি।