বাংলাদেশে প্রথমবারের মতো পালিত হতে যাচ্ছে “বাংলাদেশ সাসটেইবেল এনার্জি উইক ২০২৩। ‘গ্রীন সিটি, স্মার্ট সিটি’ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এনার্জি ইনস্টিটিউটের উদ্যোগে ‘বাংলাদেশ সাসটেইনেবল এনার্জি উইক’ ০৩ মার্চ ২০২৩ শুক্রবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ ক্লাইমেট পার্লামেন্টের সভাপতি তানভির শাকিল জয় এমপি, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, বাংলাদেশ সোলার এন্ড রিনিউয়েবল এনার্জি এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা দিপাল চন্দ্র বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় এনার্জি ইনস্টিটিউটের পরিচালক ড. এস এম নাসিফ শামস।
ঢাকা বিশ্ববিদ্যালয় এনার্জি ইনস্টিটিউটের উদ্যোগে ‘সাসটেইনেবল গ্রিন বিজনেস’ শীর্ষক এক সেমিনার ০৪ মার্চ ২০২৩ শনিবার ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ‘বাংলাদেশ সাসটেইনেবল এনার্জি উইক’ উদ্যাপন উপলক্ষ্যে এই সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে টেকসই নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মুনীরা সুলতানা, এনডিসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন, ইডকল বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর এন্ড সিইও আলমগীর মোর্শেদ, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ এবং সাসটেইনেবল এনার্জি উইক-এর কো-অর্ডিনেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এনার্জি ইনস্টিটিউটের পরিচালক ড. এস এম নাসিফ শামস্ বক্তব্য রাখেন।
৫ থেকে ৮ ই মার্চ ২০২৩ এনার্জি কার্নিভাল অনুষ্ঠিত হবে। ঢাকার প্রায় ১৫০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এই এনার্জি কার্নিভাল এ অংশগ্রহণ করিবে।
৯ ই মার্চ এই সাসটেইবেল এনার্জি উইক ২০২৩ সমাপ্ত হবে।
Day 1, 3rd March
Day 2, 4th March
Newspaper Cuttings of the first two days of the Bangladesh Sustainable Energy Week 2023.