যখন চিন্তা বদলায়, তখন মস্তিষ্কের ছন্দেও কি বদল আসে? মানবমনের এই সূক্ষ্ম ও বিস্ময়কর সম্পর্ক নিয়েই আমাদের আয়োজন “Neuroscience Based CBT”। CBT মানসিক স্বাস্থ্যচর্চায় এক জনপ্রিয় ও প্রমাণভিত্তিক পদ্ধতি, যা আমাদের চিন্তা, মনোভাব, আবেগ, বিশ্বাস ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে। কিন্তু সেই পরিবর্তন মস্তিষ্কের ভেতরে কীভাবে প্রতিফলিত হয়—এই প্রশ্ন আজ নিউরোসায়েন্সের আলোচনার কেন্দ্রবিন্দু। তিন ঘণ্টার এই ওয়ার্কশপে আলোচনা করা হবে কীভাবে থেরাপিস্টরা নিউরোসায়েন্স ও নিউরোসাইকোলজির জ্ঞান কাজে লাগিয়ে CBT-কে আরও বৈজ্ঞানিক, গভীর ও কার্যকরভাবে প্রয়োগ করতে পারেন। মেন্টাল হেলথ প্রফেশনালস , CBT থেরাপিস্ট ও মনোবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এটি হবে শেখা, অভিজ্ঞতা ও অনুপ্রেরণায় সমৃদ্ধ এক ব্যতিক্রমী আয়োজন।
Facilitated by:
Dr. Md. Shahanur Hossain
Chairman &Associate Professor,
Clinical Lead, Neuropsychology Lab
Department of Clinical psychology, University of Dhaka
Date: Saturday, 22 Novembe
Venue: Room 5040, Nasirullah Foundation Conference Hall, Department of Clinical Psychology, University of Dhaka
Time: 9 AM – 1 PM
Registration: https://forms.gle/H1q9mcEDnZkDcymx8
Contact: (+88) 017 59 399 879