প্রায়শই রোগীরা তাদের আচরণ পরিবর্তন করতে দ্বিধাগ্রস্ত হন অথবা অনুপ্রেরণার অভাবে সিদ্ধান্ত নিতে অক্ষম হন। এক্ষেত্রে Motivational Interviewing কার্যকর। MI বা Motivational Interviewing একটি লক্ষ্যনির্ভর যোগাযোগের পদ্ধতি, যেখানে পরিবর্তনের ভাষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আমাদের ওয়ার্কশপ এর উদ্দেশ্য হলো: ক্লিনিক্যাল অনুশীলনে MI এর মূল নীতিগুলি সঠিকভাবে বোঝা ও লক্ষ্য নির্ধারণ এবং পরিবর্তনের ভাষার উপর ফোকাস করা। এছাড়াও পরিবর্তন সম্পর্কে দ্বিধাগ্রস্ত বা অনিশ্চিত ব্যক্তিদের ক্ষেত্রে MI প্রয়োগ করে সহায়তা করা।
Facilitated by
Dr.Tarun Kanti Gayen
Clinical psychologist
Part-time teacher
Department of Clinical psychology
University of Dhaka
Workshop Date: November 21, 2025
Time: 2:00 PM – 5:00 PM
Location: Department of Clinical Psychology, Room No: 5040, University of Dhaka.
Registration: https://forms.gle/H1q9mcEDnZkDcymx8
Contact: (+88) 017 59 399 879