আপনি কি মনে করেন বর্তমান তথ্য ও প্রযুক্তির যুগে মনোযোগ ধরে রাখা এখন অসম্ভব হয়ে গেছে? প্রতিনিয়ত মনোযোগের অভাবে দৈনন্দিন কাজগুলো সফলভাবে করতে হিমশিম খেতে হয়।
অফিসে, পড়াশোনায়, এমনকি কথাবার্তায়ও মনোযোগ বারবার হারিয়ে যায়?
তাহলে এই ওয়ার্কশপটি আপনার জন্যই!
এখানে আপনি জানবেন—
৩ ঘণ্টার এই ইন্টারঅ্যাকটিভ ওয়ার্কশপে থাকছে
ব্রেইন এক্সারসাইজ,
মনোযোগ উন্নয়নের রিয়েল-লাইফ টেকনিক।
মনোযোগ ফিরে পান, বাড়িয়ে তুলুন মানসিক স্বচ্ছতা ও কর্মদক্ষতা।
ওয়ার্কশপ পরিচালনায় থাকবেন:
বাদশাহ জুলকারনাইন
অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট,
ওয়ার্কশপ তারিখ: ২২ নভেম্বর, ২০২৫
সময়: দুপুর ২টা - ৫টা
স্থান: ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, কক্ষ নং: ৫০৪০, ঢাকা বিশ্ববিদ্যালয়
রেজিস্ট্রেশন: https://forms.gle/H1q9mcEDnZkDcymx8
Contact: (+88) 017 59 399 879