ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে Professional Masters in Environmental Planning, Management and Sustainable Development (PMEPMSD) প্রোগ্রামের ২য় ব্যাচ (জানুয়ারী – জুন ২০২৪)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ০১ ডিসেম্বর ২০২৩ তারিখ রোজ শুক্রবার বিকেল ৩:৩০ মিনিটে বিভাগীয় আর. আই. খান মিলনায়তনে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর অধ্যাপক ড. কাজী মোঃ ফজলুল হক সহ ভূগোল ও পরিবেশ বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষার্থীদের খোঁজ খবর নেন।