ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধন-এর নবীন বরণ ও রক্তদাতা সম্মাননা গতকাল ২৮ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অমর একুশে হল ইউনিট বাঁধন-এর সভাপতি মাহবুবুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক অধ্যাপক ডা. একেএম আমিরুল মোরশেদ খসরু ও হল ইউনিট বাঁধন-এর উপদেষ্টা অধ্যাপক ড. আবুল কালাম আজাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে হল ইউনিট বাঁধন-এর সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা প্রদান এবং শ্রেষ্ঠ বাঁধন কর্মীদের পুরস্কৃত করা হয়। (ছবি: ঢাবি জনসংযোগ)
২৯/১১/২০২৪
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়