ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক ভার্চুয়াল সভা গতকাল ৩০ নভেম্বর ২০২৪ শনিবার রাতে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এতে সভাপতিত্ব করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুলাহ্-আল-মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদারসহ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) এর সভাপতি ও সাধারণ সম্পাদক ভার্চুয়াল এই সভায় সংযুক্ত ছিলেন।
সভায় ধর্মীয় উসকানিমূলক কর্মকান্ড প্রতিরোধ, সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসংক্রান্ত অপপ্রচার রোধ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান যেকোন পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জনসচেতনতা সৃষ্টির উপর তিনি গুরুত্বারোপ করেন।
০১/১২/২০২৪
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়