ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হল ইউনিট বাঁধন-এর নবীন বরণ ও রক্তদাতা সম্মাননা গতকাল ০১ ডিসেম্বর ২০২৪ রবিবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শামসুন নাহার হল ইউনিট বাঁধন-এর সভাপতি সাইফা আক্তার ছোঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরিন সুলতানা ও হল ইউনিট বাঁধন-এর উপদেষ্টা শিক্ষক হাপসা আক্তার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্বিবিদ্যালয় চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ মোস্তাক আহাম্মদ প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা প্রদান এবং শ্রেষ্ঠ বাঁধন কর্মীদের পুরস্কৃত করা হয়।(ছবি: ঢাবি জনসংযোগ)
০২/১২/২০২৪
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়