ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ‘প্রফেশনাল মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল রিলেশনস’ কোর্সের ১২তম ব্যাচের নবীনবরণ আজ ১৮ জানুয়ারি ২০২৫ শনিবার সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির, সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস, বিভাগীয় অধ্যাপক ড. দেলোয়ার হোসেন এবং কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক এহসানুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। (ছবি: ঢাবি জনসংযোগ)
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়