ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মুহম্মদ শহীদুল্লাহ হল এবং হাজী মুহম্মদ মুহসীন হল ইউনিট বাঁধনের উদ্যোগে রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ১৪ নভেম্বর ২০২৫ শুক্রবার সন্ধ্যায় সংশ্লিষ্ট হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ইউনিট বাঁধনের রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। হাজী মুহম্মদ মুহসীন হল ইউনিট বাঁধনের রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। পৃথক দু’টি অনুষ্ঠানে সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ, উপদেষ্টা শিক্ষক ও হল ইউনিট বাঁধনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ রক্তদাতাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের ৩৮জন এবং হাজী মুহম্মদ মুহসীন হলের ৪২জন রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়।

১৫/১১/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়।