.
পূর্ববর্তী বছরের ধারাবাহিকতায় বিভাগের ১৯৯৯-২০০০ ব্যাচের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে শিক্ষক দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ ১৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:০০টায় সংশ্লিষ্ট ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভাগের শিক্ষকবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় এবং একটি কেক কাটা হয়।
আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে উক্ত ব্যাচের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিঞা হাসান জামিল শিশির, কলেজের উপ-পরিদর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়, জনাব ফারজানা করিম বৈশাখী, ডেপুটি লাইব্রেরিয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, জনাব নাজনীন মুক্তা, পরিচালক, নিরীক্ষা ও হিসাব এবং জনাব শাহিদা মঞ্জুরী, সহকারী পরিচালক, বাংলাদেশ বেতার। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান এবং উপস্থিত শিক্ষকবৃন্দ ১৯৯৯-২০০০ ব্যাচের প্রাক্তণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে এ আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।