২৩ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের “বার্ষিক শিক্ষা সফর ২০২৩ ময়নামতি” অনুষ্ঠিত হয়। বিভাগের শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে বিএফএ ও এমএফএ প্রোগ্রামের শিক্ষার্থীবৃন্দ কুমিল্লার ময়নামতি জাদুঘর, শালবন বিহার ও ইটাখোলা মুড়ার পাল ও সেন যুগের ভাস্কর্য, প্রত্নবস্তু ও বৌদ্ধ স্থাপত্যসমূহ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করে। জাদুঘর, বৌদ্ধ বিহার ও অন্যান্য সম্পর্কিত স্থাপত্যসমূহ পরিদর্শন শেষে কুমিল্লার বাংলাদেশ একাডেমি অব রুরাল ডেভলপমেন্ট (BARD) ভ্রমণ ও সেখানে মধ্যাহ্নভোজন গ্রহণের মাধ্যমে শিক্ষা সফরটি সমাপ্ত হয়।