১৮ই মে ২০২৩ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের দুইটি শিক্ষাবর্ষ ২০১৯-২০২০ ও ২০২০-২০২১-এর বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনী দুটি এক সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২০’ ও ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২১’ শিরোনামে অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনীর প্রথম দিনে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন সহ সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রদর্শনী চলবে ২৩শে মে ২০২৩ তারিখ প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
প্রদর্শনীর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী ২২শে মে ২০২৩ সোমবার বেলা সাড়ে বারোটায় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ভাস্কর্য বিভাগের হীরকজয়ন্তী উপলক্ষে তৈরি লোগোটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বিশেষ অতিথি চারুকলা অনুষদের মাননীয় ডিন অধ্যাপক নিসার হোসেন।
প্রদর্শনীর শেষ দিন ২৩শে মে ২০২৩ মঙ্গলবার সকাল ১১টায় ‘নভেরা আহমেদ স্মারক বক্তৃতা’ অনুষ্ঠিত হবে। বক্তৃতার শিরোনাম- নভেরা চর্চা: বিবিধ দৃষ্টিকোণ। বক্তা নভেরা গবেষক ও শিক্ষক ড. রেজাউল করিম সুমন, নির্ধারিত আলোচক অধ্যাপক লালা রুখ সেলিম। বিকেল ৪টায় ভাস্কর্য বিভাগের শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শনী কার্যক্রম সমাপ্ত হবে।