ভাস্কর্য বিভাগের উদ্যোগে ২৭ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, সকাল ১১টায় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে শিক্ষাবিদ ও অনুবাদক ড. দেবব্রত চক্রবর্তী “রাইনার মারিয়া রিলকের চোখে ভাস্কর রোদ্যাঁ” শীর্ষক একটি সচিত্র বক্তৃতা উপস্থাপন করেন। বক্তা ড. চক্রবর্তী বিশ্বখ্যাত ফরাসী ভাস্কর আউগুস্ত রেনেঁ রোদ্যাঁর সাথে অস্ট্রিয়ান-জার্মান কবি রাইনার মারিয়া রিলকের সম্পর্ক এবং রিলকের কাব্য-ভাষায় রোদ্যাঁর ভাস্কর্য-ভাষার প্রভাব বিষয়ে আলোকপাত করেন। উল্লেখ্য ড. চক্রবর্তী যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. সম্পন্ন করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০ বছর জার্মান ভাষার শিক্ষক ছিলেন। তিনি কবি এবং অনুবাদক হিসেবে সুপরিচিত। অনুষ্ঠানে ভাস্কর্য বিভাগসহ চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।