ভাষাবিজ্ঞান বিভাগে আজ ১২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ বৃহস্পতিবার সকাল ১০টায় বিভাগের পিএইচডি গবেষক জনাব মোজাম্মেল হোসেন এর “নোয়াখালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক ও সমাজভাষাবৈজ্ঞানিক বৈশিষ্ট্য বিশ্লেষণ" শীর্ষক গবেষণার অংশ হিসেবে এ উপভাষার পদাশ্রিত নির্দেশকের রূপবৈচিত্র নিয়ে তাঁর দ্বিতীয় উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক ড. ফিরোজা ইয়াসমীন । সেমিনারে উপস্থিত ছিলেন গবেষণাটির তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারী, ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিভাগের পিএইচডি গবেষকগণ। (On Thursday, 12 September 2024, at 10:00 a.m., the Department of Linguistics, University of Dhaka, held the second open PhD seminar of Mr Mohammad Mozammel Hossain, a PhD researcher in the department. As part of his ongoing research titled “An Analysis of the Phonological, Morphological, and Sociolinguistic Features of the Noakhali Dialect,” the seminar focused on the morphological variations of case markers in this dialect. Professor Dr Firoza Yasmin attended the event as the discussant, while the researcher’s supervisor, Professor Dr Sakhawat Ansari, along with faculty members and PhD researchers of the Department of Linguistics, were also present.)