ভাষাবিজ্ঞান বিভাগে ৬ অক্টোবর ২০২৪ তারিখে আয়োজিত সেমিনারে বিভাগের লেকচারার জনাব মোহাম্মদ ইনজামাম ‘বাংলা ক্রিয়াপদের কালবাচকতা বিশ্লেষণ‘ বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। উক্ত সেমিনারে আলোচক হিসেবে ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব নায়রা খান এবং সেমিনারের আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান। বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন এবং একাডেমিক আলোচনা ও প্রশ্ন-উত্তর পর্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। (On 6 October 2024, the Department of Linguistics organised a seminar in which Mohammad Inzamam, Lecturer in the Department, presented a paper entitled “An Analysis of Tense in Bangla Verbs.” Ms. Naira Khan, Associate Professor of the Department, participated as the discussant, while the seminar was convened by Professor Dr Syed Shahrier Rahman. Faculty members and students from the department were present at the seminar and actively participated in the academic discussion and the question-answer session.)