ভাষাবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হলো অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চলতি কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা । সভায় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং বিভাগের উন্নয়নকল্পে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় । প্রতিষ্ঠার পর থেকেই ভাষাবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিভাগের উন্নয়ন ও শিক্ষার্থীদের সহায়তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে , এই অবদান উত্তরোত্তর আরো বেড়েছে । বিভাগের পক্ষ থেকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। (The inaugural meeting of the current Executive Committee of the Alumni Association of Linguistics was held in the Department of Linguistics. Members of the committee were present, and pivotal decisions were made regarding the department's development. Since its establishment, the Alumni Association has played an instrumental role in advancing the department's progress and supporting the students, with its contributions steadily increasing over time. The department expresses its profound gratitude and sincere appreciation to the Dhaka University Alumni Association of Linguistics (DUAAL) for their continued commitment and support.)